নয়াপল্টনে আমরণ অনশনে যুবদল নেতা

ফরিদপুর–১ আসনের নবগঠিত বিএনপি কমিটিকে ‘আওয়ামী-যুবলীগপন্থি’ বলে অভিযোগ এনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসেছেন বোয়ালমারী উপজেলা যুবদলের সাবেক সদস্য শাইন আনোয়ার।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে তিনি অনশন শুরু করেন।
শাইন আনোয়ারের অভিযোগ, দীর্ঘদিন ধরে যারা মামলা, হামলা, গ্রেপ্তার আর নানা জুলুম সহ্য করেও দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছেন-তাদের বাদ দিয়ে সংগঠনের বাইরের এবং ‘সরকারঘনিষ্ঠ পরিচিতি’ থাকা ব্যক্তিদের দিয়ে ফরিদপুর-১ আসনের কমিটি করা হয়েছে। এতে তৃণমূলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মধ্যে গভীর ক্ষোভ তৈরি হয়েছে এবং দলের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে তার দাবি।
তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশ্বাস দিয়েছিলেন-দলের কঠিন সময়ে যারা লড়েছেন, তাদেরই সম্মানজনক জায়গায় রাখা হবে। কিন্তু ফরিদপুর জেলা বিএনপির অনুমোদিত কমিটি সেই প্রতিশ্রুতির সঙ্গে যায় না। যাদের কোনো আন্দোলনে দেখা যায়নি, যারা মামলা-হামলার অংশ হননি, তারাই এখন গুরুত্বপূর্ণ পদে জায়গা পাচ্ছেন।
শাইন আনোয়ার জানান, অসুস্থ শরীর নিয়েও তিনি নিয়মিত মিটিং, মিছিলসহ দলের সব কর্মসূচিতে ছিলেন। অথচ ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ–যুবলীগঘনিষ্ঠদের দিয়ে কমিটি গঠন করা তাঁর কাছে অত্যন্ত হতাশাজনক।
তিনি আরও দাবি করেন, ফরিদপুর বিভাগীয় সমাবেশে বিভাগীয় টিম লিডার আছাদুজ্জামান রিপন স্পষ্টভাবে বলেছিলেন-কমিটিতে থাকতে হলে আন্দোলনে ভূমিকা, মামলা-হামলা, কারাবরণের প্রমাণ লাগবে। কিন্তু অনুমোদিত কমিটি সেই নির্দেশনার সম্পূর্ণ বিপরীত।
বিতর্কিত নেতৃত্ব নিয়ে তার শঙ্কা-এ ধরনের সিদ্ধান্ত বিএনপিকে ভবিষ্যতে বড় রাজনৈতিক ঝুঁকিতে ফেলতে পারে। তার মতে, যেমন শিবিরের আত্মঘাতী কর্মীদের কারণে ছাত্রলীগ একসময় বড় ক্ষতির মুখে পড়েছিল, তেমন কিছু সুযোগসন্ধানী ব্যক্তির কারণে বিএনপিও একই ধরনের বিপদে পড়তে পারে।
ভিওডি বাংলা/জা






