• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘মুশফিক ভাই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা’

বিনোদন ডেস্ক    ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ পি.এম.
বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম-ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শততম ম্যাচ খেলবেন। মুশফিক দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করছেন।

ব্যক্তিগত এ অর্জন উপলক্ষে বিসিবি মিরপুর হোম অব ক্রিকেটে মুশফিকের পরিবারের সদস্যদেরও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।

জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান বলেছেন, “মুশফিক ভাই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আজও জিমে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। তার জন্য শুভকামনা।”

নিজের পারফরম্যান্স নিয়ে সাইফ বলেন, “প্র্যাকটিসে সবাই সাহায্য করেছে। বাবুল স্যারের সঙ্গে ঘরোয়া ক্রিকেট, সোহেল স্যারের সঙ্গে আলাদা অনুশীলন করেছি। চেষ্টা করছি নিজেকে উন্নত করতে।”

ভবিষ্যৎ নিয়ে নয়, বর্তমানে খেলায় মনোযোগ দিচ্ছেন সাইফ, “নিজের কোচ নিজেই হওয়াটা গুরুত্বপূর্ণ। দুর্বলতা আছে, তবে শক্তি অনুযায়ী চেষ্টা করি। অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবি না, বর্তমানে থাকার চেষ্টা করি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারতীয় দল
বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারতীয় দল
‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিকুর রহিম
‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিকুর রহিম
বিকাশ-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
বিকাশ-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী