• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালী সমিতি চট্টগ্রামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৬ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামে বাঁশখালী সমিতির উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর জামালখান এলাকার দাওয়াত রেস্টুরেন্টে বাঁশখালী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সমাজসেবা সম্পাদক হাফেজ মোহাম্মদ জাবের হোসেন। 

সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছরওয়ার কামাল।

এসময় বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন, অধ্যাপক ও শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ড. সিদ্দিক আহমদ চৌধুরী।

আরও বক্তব্য দেন, উপদেষ্টা ডা. রশিদ আহমেদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, অ্যাডভোকেট মোঃ জামাল উদ্দিন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহাজাহান চৌধুরী, সহ-সভাপতি দৌলত আকবর চৌধুরী ও মারুফুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস ছবুর, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাকেরুল ইসলাম সাকিব, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, দপ্তর সম্পাদক সাংবাদিক শিব্বির আহমেদ রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের চৌধুরী, সদস্য অ্যাডভোকেট শওকত ওসমান ও অধ্যাপক ফয়জুল্লাহ ফয়েজ।

সভায় বক্তারা বলেন, 'শিক্ষা–চিকিৎসা–যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে পড়া বাঁশখালীকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সমিতি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত হবে। বাঁশখালী প্রধান সড়ককে চার লেনে উন্নীত করার জোর দাবি তোলা হয়। পাশাপাশি শঙ্খ সেতুতে টোল আরোপের কোনো উদ্যোগ নেওয়া হলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।'
শীতের শুরুতেই অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়। বক্তারা বলেন, বাঁশখালীবাসীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক কল্যাণে কাজ করাই সমিতির মূল লক্ষ্য- এই ধারা অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে ১৮০০ টি জমির দলিল পোড়ালো সাব রেজিস্ট্রার
নবাবগঞ্জে ১৮০০ টি জমির দলিল পোড়ালো সাব রেজিস্ট্রার
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে লকডাউন কর্মসূচি পালন
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে লকডাউন কর্মসূচি পালন
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের বোমা নিক্ষেপ
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের বোমা নিক্ষেপ