• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাশিয়া-ইউক্রেন সংঘাতে পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন সংঘাতে পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। রাশিয়ার বিমান ও ড্রোন হামলায় ইউক্রেনে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে বিস্ফোরণ এবং বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ এবং ইউক্রেনের আঞ্চলিক প্রশাসন ও জেনারেল স্টাফ এই তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া একটি ইস্কান্দার–এম ক্ষেপণাস্ত্র ও ১৭৬টি ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে ১৩৯টি ধ্বংস করা গেলেও কিছু ড্রোন বিভিন্ন এলাকায় আঘাত হানেছে।

হামলায় সুমি অঞ্চলে একজন নারী আহত, দক্ষিণের খেরসনে দুইজন নিহত ও আটজন আহত, পূর্বের দোনেৎস্কে একজন নিহত ও পাঁচজন আহত, এবং জাপোরিঝিয়ার নদীতীরে জেলেদের ওপর হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া ওডেসায় জ্বালানি স্থাপনা, দনিপ্রোপেত্রোভস্ক ও খারকিভে হামলা হয়েছে। এসব হামলায় দুইজন আহত ও বাড়িঘর ও বিদ্যুৎ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী ওই রাতেই ৬৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে ২৫টি রিয়াজান আকাশে ভূপাতিত করা হয়েছে।

রিয়াজান তেল শোধনাগার রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল, তরল গ্যাসসহ বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে এবং প্রতিবছর প্রায় ৮.৪ লাখ টন এভিয়েশন ফুয়েল তৈরি করে যা রাশিয়ার বিমান বাহিনীতে ব্যবহৃত হয়।

সূত্র: দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট-দ্য গার্ডিয়ান

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলন্ত মাঝরাস্তায় বরের গাড়ি আটকে দিলেন প্রেমিকা
চলন্ত মাঝরাস্তায় বরের গাড়ি আটকে দিলেন প্রেমিকা
২শ' খাদ্যপণ্যের শুল্ক কমালেন ট্রাম্প
২শ' খাদ্যপণ্যের শুল্ক কমালেন ট্রাম্প
বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়
বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়