সংলাপ থেকে ইসলামী ঐক্যজোটের একাংশকে বের করে দিলো ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (১৬ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন (ইসি) গণফোরামসহ ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসে। তবে সংলাপ শুরুর আগেই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় ইসলামী ঐক্যজোটের দুই পক্ষের আলাদা প্রতিনিধি উপস্থিত হওয়ায়।
জানা যায়, দলটির যুগ্ম মহাসচিব দাবি করা মইনুদ্দিন রুহি তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে আগে থেকেই সংলাপকক্ষে বসেছিলেন। কিছুক্ষণ পরই দলটির আরেক পক্ষের মাওলানা জোবায়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদল সেখানে প্রবেশ করেন। তাদের কাছেই ছিল ইসির পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র। এতে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয় এবং কক্ষে কিছুটা হট্টগোল তৈরি হয়।
পরিস্থিতি সামলাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ যাদের কাছে আমন্ত্রণপত্র নেই, তাদের কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান। এতে মইনুদ্দিন রুহির নেতৃত্বাধীন পক্ষ কক্ষ ত্যাগ করে। বের হওয়ার সময় তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের চিঠিটা ব্ল্যাকমেইল করে উঠিয়ে নেয়া হয়েছে। চেয়ারম্যান আমাদের চিঠি দিয়ে দিয়েছেন প্যাডে লিখে। আমন্ত্রণপত্র যার কাছে থাকবে, সে-ই প্রতিনিধি এটা আবার কেমন কথা!’
অন্য পক্ষ কক্ষ ত্যাগ করার পর সংলাপ পুনরায় শুরু হয়। এসময় ইসি সচিব বলেন, ‘অসামঞ্জস্যতা দিয়ে শুরু করায় আমি আন্তরিকভাবে দুঃখিত। তিতা দিয়ে শুরু করলে নাকি ভালো হয়।’
ভিওডি বাংলা/ এম






