শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘিরে ঢাকাসহ সারাদেশে নাশকতার আশঙ্কার কথা জানিয়ে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সহিংসতা ঘটাতে পারে-এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে রাজধানীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে জেলা থেকে ঢাকায় প্রবেশ করে অবস্থান নিতে না পারে, সে বিষয়ে সব থানাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। রেল ও নৌপথেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো দল বা গোষ্ঠী নাশকতা সৃষ্টি করতে চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকাতেও ডিএমপি, বিজিবি ও এপিবিএনের সদস্যরা বিশেষভাবে সতর্ক থাকবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “আমাদের ফোর্স মোতায়েন আছে, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।”
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, মানুষ বা পুলিশ সদস্যদের ওপর ককটেল হামলা বা যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করা হলে আইনসম্মতভাবেই পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ঢাকা ও আশপাশের এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সদস্যরা দায়িত্ব পালন করছেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব জানান, র্যাব-২ ও ৩ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করেছে। টহল, চেকপোস্ট কার্যক্রম এবং অনলাইনে চলমান হুমকি পর্যবেক্ষণে সাইবার মনিটরিং টিম সক্রিয় রয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনার রায় বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার কয়েকটি স্থানে বড় পর্দায়ও রায় দেখানো হবে। পাশাপাশি ট্রাইব্যুনালের সরকারি ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হবে।
ভিওডি বাংলা/জা






