কিশোরগঞ্জে একই রাতে তিন স্থানে নাশকতার চেষ্টা দুর্বৃত্তদের

কিশোরগঞ্জে একই রাতে তিন স্থানে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা সড়কে লিচু গাছ কেটে অবরোধ, গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা এবং সিভিল সার্জন কার্যালয়ের সামনে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ। স্থানীয়রা বলছেন, জয়বাংলা স্লোগান দিয়ে মুখোশধারী দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটায়। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় রাত দেড়টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা সড়কের বড় একটি লিচু গাছ কেটে রাস্তায় ফেলে দেয়—ফলে বন্ধ হয়ে যায় কিশোরগঞ্জ–পাকুন্দিয়া সড়ক।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়—মোটরসাইকেলে আসা কয়েকজন ‘জয়বাংলা’ স্লোগান দিতে দিতে গাছ কাটে এবং দ্রুত সটকে পড়ে। পুলিশ গিয়ে গাছ অপসারণ করলে আবার স্বাভাবিক হয় যান চলাচল।
একই রাতে, শহরের স্টেশন রোডের গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ফুটেজে দেখা যায়—মুখোশ পরা একজন ব্যক্তি ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ব্যাংকের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। তবে সঙ্গে সঙ্গেই আশপাশের লোকজন তা নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
আর ভোররাতে, শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট অর্ধঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে জেলার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে রয়েছে। মাঠে রয়েছে বিএনপি, জামাতসহ ৮ দলীয় ঐক্য জোট। সকাল থেকে দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ






