গুরুতর অসুস্থ ব্যক্তিদের হজে নিষেধাজ্ঞা

২০২৬ সালের পবিত্র হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরবের সরকার। ক্যানসার, হার্ট, কিডনি ও সংক্রামক রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের হজে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া গুরুতর অসুস্থ হজযাত্রীদের নিজ দেশে ফেরত পাঠানোর নীতিও নেওয়া হয়েছে। এমন ক্ষেত্রে যাত্রীর ফেরার সব খরচ নিজেকেই বহন করতে হবে। সোমবার (১৭ নভেস্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র জানায়, গুরুতর অসুস্থ ব্যক্তিদের ফিটনেস সার্টিফিকেট দিলে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালের হজের জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কিডনি রোগে আক্রান্ত বা ডায়ালাইসিস নেওয়া রোগীরা হজ করতে পারবেন না।
হৃদরোগের কারণে শারীরিক সক্ষমতা সীমিত এমন রোগীদের হজও নিষিদ্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ। জটিল পর্যায়ের ফুসফুস ও লিভার রোগীদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া গুরুতর স্নায়ুরোগ বা মানসিক অসুস্থতা, স্মৃতিভ্রংশ, গুরুতর প্রতিবন্ধিতা এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরাও হজ করতে পারবেন না।
এছাড়া বয়সজনিত নানা জটিল অসুস্থতা, যেমন অ্যালঝাইমার বা মৃগীরোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়া নিষিদ্ধ। গর্ভবতী নারীসহ হুপিং কাশি, যক্ষ্মা ও ভাইরাল হেমোরেজিক জ্বরে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও ২০২৬ সালের হজে অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকবে।
যাত্রীদের ফেরত পাঠানো হলে সমস্ত খরচ নিজেকেই বহন করতে হবে। সৌদি মনিটরিং টিম প্রতিটি হজযাত্রীর ফিটনেস সার্টিফিকেট যাচাই করবে।
ভিওডি বাংলা/জা





