• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনার ফাঁসির রায়: সালাহউদ্দিনের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক    ১৭ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পি.এম.
সালাহউদ্দিন আহমদ- ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “এটা শুধু ন্যায়বিচার প্রতিষ্ঠা নয়; ভবিষ্যতের জন্য শিক্ষা এবং সামনের দিনের জন্য এক উদাহরণ-এটা আমাদের মনে রাখতে হবে।” তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

সালাহউদ্দিনের ভাষ্য, “তাদের অপরাধের তুলনায় সাজা কম। তবে আইনের ওপরে কোনো মন্তব্য নেই।”

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। এর পরই জুলাই গণঅভ্যুত্থানের সময় করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও আসামি ছিলেন। মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।

মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয় তিন আসামির বিরুদ্ধে-উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যাকাণ্ড এবং আশুলিয়ায় লাশ পোড়ানো।

৫৪ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে দীর্ঘ শুনানি শেষে ১৭ নভেম্বর রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল।

এদিকে, রায় ঘিরে নাশকতার আশঙ্কায় ঢাকা মহানগরসহ বিভিন্ন প্রবেশমুখে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, আইনশৃঙ্খলা বিঘ্নে জড়িতদের বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা ও প্রয়োজন হলে গুলি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনা-কামালের ফাঁসির রায়, জামায়াতের প্রতিক্রিয়া
হাসিনা-কামালের ফাঁসির রায়, জামায়াতের প্রতিক্রিয়া
রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
শেখ হাসিনার প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে: রাশেদ প্রধান
শেখ হাসিনার প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে: রাশেদ প্রধান