• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে কাঁপল ধানমন্ডি-৩২

নিজস্ব প্রতিবেদক    ১৭ নভেম্বর ২০২৫, ০৫:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ফের ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বুলডোজার নিয়ে শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়ি ভাঙার চেষ্টায় বাধা দিয়ে শিক্ষার্থীদের প্রথম দফায় ফিরিয়ে দেয়ার পর আবারও পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে।

রায় ঘোষণার পর সোমবার (১৭ নভেম্বর) বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে আবারও ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সংঘর্ষ হয়। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ তে আহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেশ কয়েকজন শিক্ষার্থী।
 
শিক্ষার্থীদের অভিযোগ, অযাচিতভাবে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
 
আর পুলিশ বলছে, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা এবং ইট পাটকেল নিক্ষেপ করার কারণেই চড়াও হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ৩২ নম্বর কাউকে ভাঙতে দেয়া হবে না।
 
এরআগে, দুপুর ১২টার দিকে বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের স্থাপনা গুঁড়িয়ে দিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসেন। তবে শুরুতেই পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুলডোজার দুটি রাস্তার পাশে পার্ক করে স্লোগান স্লোগানে মুখরিত করে পুরো এলাকা। উদ্দেশ্য একটাই ৩২ নম্বরের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেয়া। তবে পুলিশ অনুমতি না দিলে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন শিক্ষার্থীরা। কিছু শিক্ষার্থী ভেতরে ঢুকলেও বুলডোজারসহ বেশিরভাগ শিক্ষার্থী বাইরেই রয়ে যান।
 
পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয়। সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে বুলডোজার ঢোকানোর চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিচার্জে উত্তপ্ত হয়ে যায় পুরো এলাকা। টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।  

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি আবাসন প্রকল্পের নামে প্রতারণার অভিযোগ
সৌদি আবাসন প্রকল্পের নামে প্রতারণার অভিযোগ
রাজধানীতে আ’লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আ’লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
রাজধানীর নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত