• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফরহাদ হোসেন:

ফ্যাসিবাদীদের চূড়ান্ত পরিণতি আজকের রায়ে শিক্ষা নেয়া যায়

ক্যাম্পাস প্রতিনিধি    ১৭ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন-ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য আজকের দিনটি শিক্ষা নেওয়ার দিন। তিনি বলেন, “যে কেউ ক্ষমতা পেলেই ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে। ফ্যাসিস্ট হয়ে গেলে তার চূড়ান্ত পরিণতি কী হয়, সেটা আজকে শিক্ষা নেওয়া যায়।”

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের পর ট্রাইব্যুনালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ফরহাদ আরও বলেন, “আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। শেখ হাসিনা তার রাষ্ট্রীয় এবং দলীয় বাহিনী নিয়ে দেশব্যাপী দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন এবং হত্যাযজ্ঞ চালিয়েছেন। গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের হত্যা, আগুনে পুড়িয়ে মারা, ক্রসফায়ার দেওয়া, গুম করা-যেসব রেকর্ড ফাঁস হয়েছে-সবকিছু প্রমাণ সাপেক্ষে স্পেসিফিক কয়েকটি অভিযোগের ভিত্তিতে সব হত্যাকাণ্ডের বিচার হয়নি, শুধুমাত্র কিছু হত্যাকাণ্ডের বিচার হয়েছে।”

তিনি বলেন, “আজকের বিচারের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং আরও একজনের ফাঁসির রায় ঘোষণা হয়েছে, এতে শহীদ পরিবারগুলো কিছুটা খুশি হয়েছে। আমাদের আরও অসংখ্য মামলা পেন্ডিং রয়েছে। দীর্ঘ সময় পার হওয়ার পরও আজ আমরা অন্তত কিছুটা রায় পেয়েছি, যা আমাদের জন্য খুশির বিষয়।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি
যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক আটক
যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক আটক
বাকৃবিতে গরুর গোশত উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
বাকৃবিতে গরুর গোশত উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা