২২ বছর পর ভারতের বিপক্ষে জয় চাই বাংলাদেশ

বাংলাদেশের ফুটবল দল ২২ বছর পর ভারতের বিরুদ্ধে জয় ফেরানোর লড়াইয়ে। শেষবার ২০০৩ সালের ঢাকায় সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর থেকে ভারতকে হারানোর দেখা মেলেনি। আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে বাংলাদেশ দুই যুগের ‘বন্ধ্যাত্ব’ কাটাতে চায়।
অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করছেন, ভারত এখন তাদের সেরা অবস্থায় নেই, তাই বাংলাদেশ সুযোগ নিতে পারবে। তিনি বলেন, ‘ওদের সুপার লিগ এখনো শুরু হয়নি। অনেকে অভিযোগ করছে কেন লিগ চালু হচ্ছে না। আমার মতে, এটা আমাদের জন্য পজিটিভ।’
ভারত ম্যাচের আগে বাংলাদেশ নেপালের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। নেপাল লো ব্লকে খেলায় বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার আশা, ভারত হবে বেশি আগ্রাসী, তাই গোলের সুযোগও বাড়বে। তিনি বলেন, ‘নেপালের ম্যাচে আমাদের কি ঠিক হলো, কি পরিকল্পনা মতো হয়নি, সব বিশ্লেষণ করেছি। আশা করি কাল সব ঠিকভাবে কাজে লাগবে।’
গত কয়েকটি ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ সতর্ক থাকতে চায়। কোচ ও অধিনায়ক একভাবে মন্তব্য করেছেন, ‘তিন পয়েন্ট পেতে হলে শেষ মুহূর্তের গোল যেন না ঘটে, সেগুলো থেকে শিক্ষা নিতে হবে।’
যদিও ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, আন্তর্জাতিক পর্যায়ে দুই দলের খেলা সীমিত। সাফ চ্যাম্পিয়নশীপ ও এশিয়ান কাপ বাছাইয়েই তারা মুখোমুখি হয়। অধিনায়ক জামাল ভূঁইয়া আশা করছেন, ভবিষ্যতে আরও ভারতের বিপক্ষে খেলার সুযোগ পাবেন।
ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জামাল খেলতে পারেননি। আগামীকাল আবার যদি তিনি না খেলেন, তবে তার অনুভূতি কেমন হবে—জবাবে তিনি বলেন, ‘এটা কোচের ওপর। না খেললে খারাপ লাগবই।’
বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রায় চার বছর ধরে দায়িত্বে আছেন। ভারতের বিপক্ষে হারের পর তার বাংলাদেশ অধ্যায় শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি নিজে এই বিষয়ে মন্তব্য করতে চাননি।
ভিওডি বাংলা/জা






