গুজবের নীরবতা ভাঙলেন আফতাব শিবদাসানি

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’-এর চতুর্থ কিস্তি ‘মাস্তি ৪’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন আফতাব শিবদাসানি। ইন্ডাস্ট্রিতে তার প্রত্যাবর্তনের আগে, দীর্ঘ সময় ধরে চলা বিভিন্ন গুজব ও বিতর্কের বিষয়ে তিনি নিজের অবস্থান প্রকাশ করেছেন। আফতাব বলেন, তিনি কখনও এই বিষয়গুলোকে গুরুত্ব দেননি এবং সত্যিকে প্রমাণ করার প্রয়োজন অনুভব করেন না।
বিশেষ করে বহু বছর আগে মাদক কেলেঙ্কারিতে নাম জড়ানো এবং সেটে তার আচরণের প্রশ্ন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন আফতাব। সম্প্রতি এক সাক্ষাৎকারে আফতাব এই অভিযোগগুলো নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, এই বিষয়গুলোকে তিনি কখনও তেমন গুরুত্ব দেননি।
আফতাব শিবদাসানি বলেন, ‘আমার সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজব এটি। আমি জীবনের প্রথম দিকে একটি জিনিসই শিখেছি সত্যি সবসময় নীরব থাকে। আর সত্যিকে কখনও জোর করে প্রমাণ করারও প্রয়োজন হয় না। এই বিষয়টিকে মাথায় রেখেই আমি কোনো কিছু ন্যায্য, অন্যায্য প্রমাণ করব না।’
নিজের জীবনের সত্য সম্পর্কে নিশ্চিত অভিনেতা আরও বলেন, ‘আমি জানি সত্যিটা কী। যারা আমার জীবনে গুরুত্বপূর্ণ, তারা জানে আমার জীবনের সত্যিটা কী। তবে যারা মনে করেছেন আমার ব্যাপারে খারাপটাই বিশ্বাস করবেন, তারা আমি চাই বা না চাই, এটায় বিশ্বাস করবেই। এমনকি যদি আমি ছাদ থেকে চিৎকার করেও বলি, ভাই আমি এটা করিনি তবু বিশ্বাস করবে না।’
তিনি আরও বলেন, “আমি জানি সত্যিটা কী। যারা আমার জীবনে গুরুত্বপূর্ণ, তারা জানে আমার সত্য। যারা খারাপ বিশ্বাস করতে চান, তারা তাই বিশ্বাস করবেন।” আফতাব আরও উল্লেখ করেন, ইন্ডাস্ট্রি খুবই নির্মম এবং তার অনেক শত্রু ছিলেন, তাই বিভিন্ন গুজব ও সমালোচনা এড়ানো কঠিন।
ভিওডি বাংলা/জা




