দ্রুত কার্যকরের দাবি
রায়ে সন্তুষ্ট আবু সাঈদের পরিবার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছেন। বহুল আলোচিত এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে আবু সাঈদের পরিবার।
সাবেক প্রধানমন্ত্রীর বিরেুদ্ধে হত্যা ও মানবধিকোর লঙ্ঘনের সকল অভিযোগ প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল জানানোর পরে প্রতিক্রিয়ায় আবু সাঈদের বাবা-মা এ কথা বলেন।
আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, আমরা চেয়েছি তার ফাঁসি হোক। আমার ছেলেকে গুলি করার নির্দেশ তিনি দিয়েছেন। আরও হাজার হাজার লাখ লাখ মানুষ শহিদ হয়েছে জুলাই আন্দোলনে। সেই হিসেবে সরকার যেন তাকে ভারত থেকে নিয়ে এসে দ্রুত ফাঁসি কার্যকর করেন। আমার ছেলেকে সরাসরি গুলি করেছে। এ ছাড়াও অনেকের হাত পা ধ্বংস হয়েছে।
আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, আমার ছেলেসহ দেশে এতগুলো ছেলে মেয়ের জীবন নিছে এ জন্য শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হছে এতে আমি খুশি হয়েছি। আমরা যেন দেখি ফাঁসি যেন হয়।
আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, আজকে যে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় আমরা সন্তুষ্ট হয়েছি। সে দেশে অথবা দেশের বাহিরে যেখানেই থাক দ্রুত এ রায় কার্যকর করতে হবে।
ভিওডি বাংলা/ এমএম







