টপ নিউজ
অনেক অন্ধকার দেখেছি......
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৫, ০৭:২৮ পি.এম.

কবি: গোলাম কামরাজ কাফী
অনেক অন্ধকার দেখেছি
অনেক ক্ষয়ে যাওয়া দেখেছি
নিরর্থক কারণে নিজেকে বেঁচে দিতে দেখেছি
সবই কি সাময়িক ছিলো
আঁধার কে ধোঁকা দেওয়ার মতো ছিলো
তাহলে আলোর দোহাই কেনো
অন্ধকার অন্ধকারেই সাজতো
আলো আলোতেই থাকতো
অন্তত মানুষ ও পশুর
পার্থক্যটা তো বোঝা যেতো.....
ভিওডি বাংলা/ এমএম






