সাঘাটায় বেড়েছে ছিনতাইকারী ও মাদকাসক্ত

মোস্তাফিজুর রহমান (৪০) শশুর বাড়ী তেলিয়ান থেকে ভোর বেলা রওনা দিয়েছিলেন বোনার পাড়া রেলওয়ে স্টেশন, লালমনি এক্সপ্রেস ট্রেন এ কর্মস্থল কুড়িগ্রাম যাওয়ার উদ্দেশ্যে।
পথে তেলিয়ান বিলের উপর একদল ছিনতাইকারী তাকে আটক করে বেধড়ক মারধর করে একপর্যায়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে যান, নির্দয়ভাবে ছিনতাইকারীরা রাস্তায় পড়ে থাকা মোস্তাফিজুর রহমান কে পা দিয়ে লাথি মেরে তার মেরুদন্ডের হাড় ভেঙে দেন।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন , এক্সে রিপোর্টে দেখা যায় মোস্তাফিজুর রহমানের মেরুদন্ডের হাড় ভেঙে গিয়েছে ।
উল্লেখ্য:- সাঘাটা থানা বোনারপাড়া থেকে পূর্ব কচুয়াহাট পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা ২০১৯ সালে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, এরপর একাধিক বার রাস্তার সংস্কার কাজ শুরু হলোও অদৃশ্য কারনে তা এখনো শেষ হয়নি।
রাস্তার সংস্কার কাজ শেষ না হওয়ায় যানবাহন চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, ৬ কিলোমিটার রাস্তার পাশের প্রায় ২৫ গ্রামের মানুষ দূর্ভোগে রয়েছে।
অন্যদিকে যানবাহন শূন্য এই রাস্তায় বেড়েছে ছিনতাইকারী ও মাদকাসক্ত বখাটে যুবকের চলাচল।
ভিওডি বাংলা/ এমএইচ






