সমালোচনার জবাবে মালাইকা: ‘নাচ আমাকে শান্তি দেয়’

বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে বয়স—সবকিছু নিয়েই প্রায়ই কটাক্ষের শিকার হন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওঠে অশালীন ভঙ্গিতে নাচের অভিযোগ। নেটিজেনদের একাংশের দাবি, “বাড়িতে ২৩ বছরের ছেলে থাকতে এমন নাচ মানায় না।”
এসব সমালোচনার জবাবে মুখ খুলেছেন মালাইকা। এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমি জীবনে সত্য ছাড়া অন্য কিছুতে মন দিই না। নেতিবাচক কথায় কান দিই না। যারা ট্রল করার তারা করবেই। এই ধরনের বিরক্তিকর মন্তব্য থেকে আমি ও আমার পরিবারকে দূরে রাখি।”

নাচ নিয়ে বিতর্ক তুলনাকারীদের উদ্দেশে মালাইকা বলেন,
“নাচ আমাকে যে শান্তি ও পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে কখনও পাইনি। নাচ আমার কাছে বাড়ি ফেরার শান্তির জায়গা।”
দীর্ঘ ক্যারিয়ারে ‘ছইয়া ছইয়া’, ‘মুন্নি বদনাম’ থেকে ‘অনারকলি ডিস্কো চলে’—সব জায়গায় তাঁর নাচ বরাবরই প্রশংসিত হয়েছে।
সম্প্রতি হানি সিংয়ের নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ দেখা গেছে মালাইকাকে। ভিডিওর একটি ঝলক প্রকাশ্যে আসতেই তাঁকে ‘অশালীন’ তকমা দিতে শুরু করেন নেটিজেনদের একাংশ। ভিডিওতে দেখা যায়, হানি সিং গান গাইছেন আর পাশেই নাচছেন মালাইকা—কখনও চুইংগাম চিবোতে, কখনও জিভ বার করে নাচতে দেখা যায় তাঁকে।
ভিওডি বাংলা/ আ






