• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আফগানদের হারিয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক    ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

প্রথম দুই ওভারে ৮ বলের মধ্যে রিপন মন্ডল আফগানিস্তানের টপ অর্ডারের তিন ব্যাটারকে মাঠছাড়া করলেন। ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খাওয়া আফগানিস্তান তারপর রকিবুল হাসানের স্পিনে আর দাঁড়াতে পারেনি। ৭৮ রানে অলআউট হয়। বাংলাদেশ সেই রান তাড়া করেছে অনায়াসে।

এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় দুই দেশের ‘এ’ দলের খেলায় ৮ উইকেটে জিতে সেমিফাইনালের দোরগোড়ায় বাংলাদেশ।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন দারউইশ রাসুলী। আব্দুল গাফফার সাকলাইনের শিকার হন অধিনায়ক। তারপর দুজন দুই অঙ্কের ঘরে রান করেন।

প্রথম পাঁচ উইকেট আফগানরা হারায় ৩৫ রানে। শেষ পাঁচ ব্যাটারকে ফিরতে হয়েছে ১৬ রানের ব্যবধানে। রিপন ৪ ওভারে ১০ রান দিয়ে তিন উইকেট নেন। রকিবুল ৭ রান দিয়ে পান ৩ উইকেট। তবে শুরুতেই আফগানদের ব্যাটিংয়ে আঘাত করায় ম্যাচসেরা হয়েছেন রিপন। মেহেরব পেয়েছেন দুটি উইকেট।

লক্ষ্যে নেমে আগের ম্যাচের রেকর্ড সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান ১৩ বল খেলে ১০ রানে আউট হন। গজনফর তাকে ফিরিয়ে পরের ওভারে আরেক ওপেনার জিশান আলমকে (১০) বিদায় করেন।

২৪ রানে ২ উইকেট হারানোর পর জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে জিতে যায় বাংলাদেশ। ২৪ রানে উইকেটে ছিলেন জাওয়াদ, ২৭ রানে অপরাজিত অঙ্কন।

১৩.৩ ওভারে ২ উইকেটে ৭৯ রান করে বাংলাদেশ।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। সেমিফাইনালের লক্ষ্যে আগামীকাল শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। লঙ্কান ও আফগানরা সমান ম্যাচ খেলে ২টি করে পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিলো
বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিলো
মিচেলের সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়
মিচেলের সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়
‘মুশফিক ভাই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা’
‘মুশফিক ভাই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা’