• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে চিরুনি অভিযান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৮ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইকের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে চিরুনি অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে শহরের কুমাশীল মোড়, কালিবাড়ী মোড়, মেড্ডা,  কাউতলী চারটি স্থানে অভিযান চালিয়ে  প্রতিবেদন লেখা পর্যন্ত মোট ৪০টি অটোরিকশা ও ইজিবাইক জব্দ করা হয়।

পৌরসভার লাইসেন্স পরিদর্শক বলেন, “পৌরসভার নির্ধারিত ভাড়া তালিকা কার্যকর হওয়ার পরও অনেক চালক তা অমান্য করছে। এজন্যই আমরা এই অভিযান চালাচ্ছি, আর এটি ধারাবাহিকভাবে চলছে ও চলবে। লাইসেন্সবিহীন কোনো যানবাহন পৌরসভা এলাকায় চলতে পারবে না, এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, কোনো কর্মকর্তা অবৈধ লাইসেন্সে জড়িত থাকলে তার বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযানকে কেন্দ্র করে অটোরিকশা ও ইজিবাইক চালকদের মধ্য থেকে তীব্র ক্ষোভের সুর শোনা গেছে। শাকিল মিয়া ও আলম মিয়া নামের দুই চালক জানান, “পৌরসভা যে ভাড়ার তালিকা নির্ধারণ করেছে, সে ভাড়ায় যাত্রী বহন করলে আমাদের সংসার তো চলবেই না, গাড়ির ভাড়াও উঠবে না।”

ইজিবাইক চালক সাকিব মিয়া বলেন, “প্রতিদিন মালিককে ৫০০ টাকা ভাড়া দিতে হয়, লাইসেন্স খরচ ২০০ টাকা, অটো গ্যারেজ চার্জিং খরচ ২২০ টাকা—মোট ৯২০ টাকা। আর পৌরসভা যাত্রী প্রতি ৫ টাকা ভাড়া নির্ধারণ করেছে। এই ভাড়ায় চলে আমাদের ভাড়া ওঠবে, না আমাদের সংসার চলবে—কি করবো?”

তারা দাবি করেন, “ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ মাস পেরোতে দেয় না, পেলে মামলা দিয়ে দেয়। পৌরসভার বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও মামলা দেওয়া হচ্ছে।”

চালকদের দাবি, ভাড়া তালিকা পুনর্বিবেচনা করা হোক, যাতে চালকদের জীবন-জীবিকা এবং পৌরসভার নিয়ম—দুইটাই সমন্বয় করা সম্ভব হয়।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ চিরুনি অভিযান নিয়মিতভাবে চলবে, এবং প্রয়োজনে ভাড়ার তালিকা পুনর্বিবেচনার বিষয়টি পর্যালোচনা করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরের শিবচরে বিএনপির আনন্দ মিছিল
মাদারীপুরের শিবচরে বিএনপির আনন্দ মিছিল
সাঘাটায় বেড়েছে ছিনতাইকারী ও মাদকাসক্ত
সাঘাটায় বেড়েছে ছিনতাইকারী ও মাদকাসক্ত
রায়ের পর গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
রায়ের পর গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ