চাইলেন ভোট
‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এ জেসিয়া ইসলাম

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জয়ের পর আলোচনায় এলেও পরবর্তী সময়ে শোবিজ অঙ্গনে তেমন সক্রিয় ছিলেন না জেসিয়া ইসলাম। নাটক, সিনেমা কিংবা মডেলিং—কোনো ক্ষেত্রেই খুব বেশি কাজ না করলেও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে তিনি আলোচিত ছিলেন। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক পরিচয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই সুন্দরী।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এ বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জেসিয়া ইসলাম। প্রতিযোগিতার প্রথম ধাপেই সেরা ২০-এ জায়গা করে নিতে চান তিনি। এ লক্ষ্যে জনসমর্থন ও ভোট চেয়েছেন জেসিয়া।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় জেসিয়া বলেন,
‘হ্যালো, আমি জেসিয়া ইসলাম। আপনাদের সাপোর্টেই আমি আরও সামনে এগোতে পারি, টপ টোয়েন্টিতে জায়গা করে নিতে পারি।’
তিনি আরও জানান, ‘আমাকে সাপোর্ট করতে মিস ইন্টারন্যাশনাল অ্যাপ ডাউনলোড করুন। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোট দেওয়া যাবে, আর প্রথম ভোটটি সবার জন্য ফ্রি। তাই পরিবার-পরিজন ও বন্ধুদেরও ভোট দিতে উৎসাহিত করুন।’

জেসিয়ার মতে, এই লড়াই শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের পরিচিতি তুলে ধরার একটি সুযোগ। তার ভাষায়,
‘জিতলে শুধু আমি জিতব না, জিতবে পুরো বাংলাদেশ। আশা করি, সবাই আমাকে সাপোর্ট করবেন।’
উল্লেখ্য, মডেলিং ও অভিনয়ের পাশাপাশি জেসিয়া ইসলাম দুইটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দরদ’-এ অতিথি চরিত্রে দেখা গেছে তাকে, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান। এছাড়া ‘মাসুদ রানা–৯’ চলচ্চিত্রে তিনি একজন এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন।
ভিওডি বাংলা/ আ






