প্রযোজক যৌন সুবিধা চেয়েছিল : পায়েল

গ্ল্যামার দুনিয়ার এক অন্ধকার দিক হলো কাস্টিং কাউচ। বলিউড থেকে টলিউড—সব জায়গাতেই এর প্রভাব দেখা যায়। কাজের সুযোগ দেওয়ার নাম করে অনেক সময় উঠতি নায়িকাদের পাশাপাশি জনপ্রিয় অভিনেত্রীদেরও যৌন প্রস্তাবের মুখোমুখি হতে হয়। সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার।
টলিউডের কমার্শিয়াল সিনেমায় একসময় জনপ্রিয় মুখ ছিলেন পায়েল। দেবের সঙ্গে তার জুটির বেশিরভাগই ছিল সুপারহিট—‘আই লাভ ইউ’, ‘লে ছক্কা’, ‘প্রেম আমার’-এর মতো ব্লকবাস্টার ছবি রয়েছে তার ঝুলিতে।
সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টের একটি এপিসোডে পায়েল জানান, ইন্ডাস্ট্রির এক প্রযোজক তাকে যৌন সুবিধা দাবি করেছিলেন। প্রমো ভিডিওতে দেখা যায়, সঞ্চালিকা যখন জানতে চান “যৌন সুবিধা?”, তখন পায়েল স্পষ্টভাবেই বলেন, “হ্যাঁ, সেটাই।”

পায়েল জানান, প্রস্তাবে রাজি না হওয়ায় ওই প্রযোজক সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কুৎসা রটানো শুরু করেন। তিনি বলেন, “আমার ছবিতে ক্রস দিয়ে ভুলভাল লিখছিলেন। পুরো সাইকোর মতো আচরণ করছিলেন।” তবে সময়ের সঙ্গে তিনি আবার কাজে ফিরেন—‘প্রেম আমার’ ও ‘লে ছক্কা’র মতো সুপারহিট ছবির শুটিংও করেন ঠিক সেই সময়টাতেই।
অভিনেত্রীর দাবি, আজও সমাজে মেয়েদের ‘না’ বলাকে সম্মান করতে শেখেনি অনেক পুরুষ। তার ভাষায়, “একজন নারী না বললে সেটাকে পুরুষরা ইগোর সঙ্গে জড়িয়ে নেয়—ইন্ডাস্ট্রির লোক হোক বা বাইরের।”
পায়েলের ব্যক্তিগত জীবন নিয়েও অতীতে নানারকম চর্চা হয়েছে। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে কম আলোচনা হয়নি। ‘বোঝে না সে বোঝে না’ ছবির পর সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর অনেক সময় বয়ে গেছে—রাজ এখন শুভশ্রীর সঙ্গে সংসার করছেন, অন্যদিকে চল্লিশের কোঠা পেরিয়েও পায়েল এখনো সিঙ্গল।
সম্প্রতি পায়েলকে দেখা গেছে ‘নজরবন্দী’ ছবিতে। এছাড়া আলোচিত ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ভিওডি বাংলা/ আ







