• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অপেক্ষার গল্প....

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পি.এম.
কবি ও সাংবাদিক জামশেদ নাজিম। ছবি- ফেসবুক

দেয়ালের বুকে ঝুলে থাকা, দুটি নীরব মুখ—
সময়ের ভার তাদের চোখে জমে আছে,
একেকটি দৃষ্টি যেন ইতিহাসকে ধরে রেখেছে,
অবিকল থমকে থাকা অদৃশ্য শ্বাসের মতো।
মলিন দেয়ালও কথা বলে, চুপচাপ, 
দারুন গভীরভাবে—
কত স্বপ্নের আলো এখানে জ্বলে উঠেছে,
কত প্রতিশ্রুতির ছাই ফেলে গেছে
সময় আর ভুলের আড়ালে।
ফাঁকা চেয়ারের সারি
অপেক্ষায় দাঁড়িয়ে আছে,
কেউ কি আসবে, কবে আসবে,
নতুন আলো, নতুন শব্দ হাতে
ঘরটিকে আবার জীবন্ত করবে।
টেবিলজুড়ে ছড়িয়ে থাকা
মাইক্রোফোনের নিঃশব্দ ভিড়—
যেন শব্দ জন্ম নেয়ার আগে
সুদূর অতীতের ছায়ায় থমকে থাকে,
কত আশা, কত অভিমান
অবিকল মেঘের মতো ঘন।
ঘরের এক কোণে জমে আছে
অসমাপ্ত কথার ধোঁয়া,
যা বলা হয়নি, যা চাপা পড়েছে,
যা ইতিহাসের বুকেই গেঁথে গেছে।
এই সব নীরব ছায়া আজও
ঘরের মধুর নিঃশ্বাসে বাজে।
যে ঘর থেকে একসময় শব্দ উঠে
দেশ কেঁপেছে, আলো ছড়িয়েছে,
আজ সেই ঘর নিশ্চুপ—
নীরবতা নিজেই বলে সবকিছু,
গোপন ক্ষত, অদেখা রাত,
অবিরত অপেক্ষার গল্প,
আর ফাঁসির মঞ্চ!
------- জামশেদ নাজিম 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে নেতৃত্বের প্রতীক্ষায় বাংলাদেশ
যে নেতৃত্বের প্রতীক্ষায় বাংলাদেশ
সবাই খালেদা জিয়াকে সুস্থ দেখতে চায়
সবাই খালেদা জিয়াকে সুস্থ দেখতে চায়
নতুন ইউনিফর্ম, পুরনো ভয়....
নতুন ইউনিফর্ম, পুরনো ভয়....