• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকুন্দিয়ায় জামায়াতের উদ্যোগে রাস্তা মেরামত

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পাকুন্দিয়া–হোসেনপুর সড়কের তারাকান্দি বাজার থেকে জাঙ্গালিয়া বাজার পর্যন্ত রাস্তায় থাকা গর্তগুলো ইটের সুরকি ও বালি দিয়ে ভরাট করা হয়।

অনেক দিন ধরেই ওই সড়কের বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল, আর সাধারণ মানুষ রোজকার ভোগান্তিতে পড়ছিল। স্থানীয়দের দুর্ভোগ কমাতেই জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াত নিজ উদ্যোগে এ কাজ হাতে নেয়।

মেরামত কাজ দেখতে এসে পথচারীরা স্বস্তি প্রকাশ করেন। সাইলুল ইসলাম নামেরর এক পথচারী বলেন, “এই রাস্তায় গাড়িতে যাওয়া কষ্টদায়ক হয়ে গিয়েছিল। আজকে গর্তগুলো ভরাটের কারণে অন্তত কিছুটা স্বস্তি ফিরে পাবো।”

অটোরিকশা চালক কফিল মিয়া বলেন, “গর্তে পড়ে গাড়ি নষ্ট হওয়ার ভয় ছিল সবসময়। জামায়াতের উদ্যোগ নিয়ে কাজ করায় আমরা সত্যিই উপকৃত হলাম।”

মেরামত কাজে উপস্থিত জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, শিক্ষানবিশ আইনজীবী এবং জামায়াতে ইসলামী মনোনীত জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, “মানুষের কষ্ট আমরা চোখের সামনে দেখে চুপ থাকতে পারিনি। সরকারি মেরামত আসবে কবে—তার অপেক্ষা করলে ভোগান্তি আরও বাড়ত। তাই নিজেদের উদ্যোগেই অন্তত জরুরি অংশটা ঠিক করার চেষ্টা করেছি। এটা রাজনৈতিক প্রদর্শন নয়; মানুষের জন্য সামান্য দায়িত্ববোধ থেকে করা।”

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, ইউনিয়ন জামায়াত সভাপতি হাবিবুর রহমান তারা, এফডিইবি সৌদি আরব শাখার আহ্বায়ক সারোয়ার হোসেন সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জাকির আহমেদ দিদার, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি মোজাম্মেল হক মিনার মেরামত কর্মকাণ্ডে অংশ নেন।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে একজন বিরল মা
কৃষিবিদ তুহিন খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে একজন বিরল মা
দোয়া মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার ঘোষণা
এম এ মালিক দোয়া মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার ঘোষণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা