• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ী-২ এ ধানের শীষের প্রচারণায় বিএনপি নেতা মুজাহিদ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৮ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রচারণা শুরু করেছেন রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি মো. মুজাহিদুল ইসলাম মুজাহিদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিপুল সংখ্যক নেতা–কর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন।

মোটরসাইকেল শোডাউনটি পাংশা থেকে শুরু হয়ে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিপুল সংখ্যক জাতীয়তাবাদে বিশ্বাসী কর্মী–সমর্থক।

প্রচারণার একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. মুজাহিদুল ইসলাম বলেন, "আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যেই আমরা গ্রামগঞ্জ ও পাড়া-মহল্লায় প্রচারণা চালাচ্ছি।"

তিনি আরও বলেন, "রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী যেই হোন না কেন, তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। তবে আমি আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।"

প্রসঙ্গত, মো. মুজাহিদুল ইসলাম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বালিয়া গ্রামের একটি সমৃদ্ধশালী জাতীয়তাবাদী পরিবারের সন্তান। তিনি রাজবাড়ী জেলা বিএনপির অন্যতম নেতা হিসেবে পরিচিত এবং অতীতে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়াও বিভিন্ন সময় কারাবরণ করেছেন। বর্তমানে তিনি রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে একজন বিরল মা
কৃষিবিদ তুহিন খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে একজন বিরল মা
দোয়া মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার ঘোষণা
এম এ মালিক দোয়া মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার ঘোষণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা