• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মামদানি ভারতীয়দের ঘৃণা করেন: এরিক ট্রাম্পের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পি.এম.
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। সংগৃহীত ছবি

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ভারতীয়দের ঘৃণা করেন—ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রচারিত এ সাক্ষাৎকারে তিনি মামদানির রাজনৈতিক অবস্থান নিয়েও কঠোর সমালোচনা করেন।

একসময় নিউইয়র্ক ছিল বিশ্বের সেরা শহর—উল্লেখ করে এরিক ট্রাম্প বলেন, ‘রাজনীতির কারণে শহরটি তার আগের গৌরব হারিয়েছে।’ তিনি দাবি করেন, সমাজতান্ত্রিক ডেমোক্র্যাটরা শহরের প্রকৃত সমস্যা ও প্রয়োজন বুঝতে ব্যর্থ।

জোহরান মামদানিকে আক্রমণ করে এরিক বলেন, “নিউইয়র্ক এমন একজনকে মেয়র হিসেবে পেয়েছে, যিনি সমাজতান্ত্রিক, কমিউনিস্ট ভাবধারা লালন করেন। তিনি গ্রোসারি দোকান জাতীয়করণ চান, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান, ইহুদিদের ঘৃণা করেন, ভারতীয়দের ঘৃণা করেন।”

উল্লেখ্য, গত ৫ নভেম্বর নিউইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিক হিসেবে মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি। বিপুল ভোটে জয়ী হয়ে তিনি নতুন ইতিহাস গড়েন।

বহুজাতি ও বহুধর্মীয় এই শহরের ভোটাররা মামদানির বিজয়কে অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন। তার সমর্থকরা বলছেন, ধর্ম বা জাতিগত পরিচয় নয়—জীবনযাত্রার ব্যয় কমানো, নীতি সংস্কার ও বাস্তব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি তাকে জনপ্রিয় করে তুলেছে।

গত বছর খুব সামান্য অর্থ, সীমিত পরিচিতি ও প্রাতিষ্ঠানিক দলীয় সমর্থন ছাড়াই মেয়র পদে লড়াই শুরু করেছিলেন মামদানি। ধীরে ধীরে মানুষের আস্থা অর্জন করে নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার সুযোগ তৈরি করেন তিনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিক্ষোভে নিহত ৬৪৫, গ্রেপ্তার ১০ হাজারের বেশি
ইরানে বিক্ষোভে নিহত ৬৪৫, গ্রেপ্তার ১০ হাজারের বেশি
ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা
ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা
সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: আরাঘচি
ইরানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: আরাঘচি