• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২২ বছর পর ভারতের বিপক্ষে জয়, বিএনপির অভিনন্দন

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পি.এম.
বিএনপি। সংগৃহীত ছবি

২২ বছর—দীর্ঘ এই অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর প্রথমবার, এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে ১–০ গোলে হারিয়ে মাঠ ছাড়ল লাল–সবুজ জার্সির ছেলেরা। ম্যাচের মাত্র ১১ মিনিটেই মোরছালিনের করা গোল বিজয়ের পার্থক্য গড়ে দেয়।

পুরো ম্যাচেই দৃঢ় রক্ষণ, ছন্দময় মাঝমাঠ আর দ্রুত পাল্টা আক্রমণের সমন্বয়ে ভারতকে চাপে রেখেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত মোরছালিনের সেই গোলই হয়ে ওঠে স্মরণীয় মুহূর্ত—দুই দশকের বেশি সময় পর ভারতের বিপক্ষে জয়ের আনন্দে ভাসে সমর্থকেরা।

এই প্রত্যাশিত জয়ে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ‌‘দীর্ঘদিন পর এমন বড় জয় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্ন দেখাবে। দলের পক্ষ থেকে  অভিনন্দন ও শুভেচ্ছা জানান মহাসচিব।’

বাংলাদেশ দল এখন পরের ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। ভারতের বিপক্ষে এই জয় এশিয়ান কাপের বাছাইপর্বে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল—এটাই মনে করছেন কোচ ও সমর্থকেরা। ফুটবল মাঠে এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই এখন দলের বড় চ্যালেঞ্জ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উগান্ডাকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
উগান্ডাকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
৭৭ ক্রিকেটারের জন্য আইপিএল নিলামের বাজেট ২৩৮ কোটি রুপি
৭৭ ক্রিকেটারের জন্য আইপিএল নিলামের বাজেট ২৩৮ কোটি রুপি
২২ বছর পর ভারতের বিপক্ষে জয় চাই বাংলাদেশ
২২ বছর পর ভারতের বিপক্ষে জয় চাই বাংলাদেশ