• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক    ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ এ.এম.
ভারতকে ২-১ গোলে হারিয়ে ২২ বছরের খরা ভাঙল বাংলাদেশ-ছবি সংগৃহীত

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আজ জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই গ্যালারি ছিল দর্শকে ঠাসা। উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন গ্যালারিতে। হামজা-জামালদের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রোমাঞ্চ ছড়িয়ে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে ভারতকে। ২২ বছর পর ভারতের বিপক্ষে এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনে। ম্যাচ শেষে ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

তিনি হামজা-জামালদের এই জয়ের জন্য ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেন। জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, এই ঘোষণায় খেলোয়াড়রা যখন-তখন অনুপ্রাণিত হচ্ছেন। বাফুফে সভাপতি হোটেলে নৈশভোজে অংশ নিতে পৌঁছেছেন। আগামীকাল সকালেই হামজা ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।

নারী ফুটবলেও উপদেষ্টার আগ্রহ ছিল উল্লেখযোগ্য-আগে দুই দফায় তিনি দিয়েছেন মোট দেড় কোটি টাকা। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে ১ কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় আরও ৫০ লাখ। দুই প্রতিশ্রুতিই পূরণ করেছেন তিনি। তবে বাফুফে এখনো নারী দলের সাফ জয়ের ঘোষিত দেড় কোটি টাকা প্রদান করতে পারেনি, এক বছর পেরিয়ে গেলেও।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থগিতের শঙ্কায় বাংলাদেশ নারী দলের ভারত সফর
স্থগিতের শঙ্কায় বাংলাদেশ নারী দলের ভারত সফর
আফগানদের হারিয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের
আফগানদের হারিয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের
উগান্ডাকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
উগান্ডাকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু