• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদি আরবকে ন্যাটো-বহির্ভূত ‘প্রধান মিত্র’ ঘোষণা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৩ এ.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান-ছবি সংগৃহীত

সৌদি আরবকে ন্যাটো-বহির্ভূত ‘প্রধান মিত্র’ হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ নভেম্বর) ওয়াশিংটনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকালে নৈশভোজ অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

বুধবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প বলেন, ‘সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে একটি প্রধান নন-ন্যাটো মিত্রের মর্যাদা দিয়ে আমরা আমাদের সামরিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি-যা সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা আসে। সৌদি গণমাধ্যম ওই চুক্তিকে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন।

হোয়াইট হাউস জানায়, ক্রাউন প্রিন্সের সফরকালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আরও কয়েকটি চুক্তি সই করেছে। উভয়পক্ষ বেসামরিক পারমাণবিক শক্তির ওপর একটি ‘যৌথ ঘোষণা’ অনুমোদন করেছে, যা আগামী দশকগুলোতে বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি কাঠামো তৈরি করবে। এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক নিয়ম মেনে বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া ট্রাম্প এফ-৩৫ যুদ্ধবিমানসহ একটি বৃহৎ অস্ত্র চুক্তিও অনুমোদন করেছেন, যা তিনি আগেও উল্লেখ করেছিলেন।

দীর্ঘ সাত বছরের বেশি সময় পর সৌদি যুবরাজকে ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে আতিথ্য দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনকে ১০০ রাফায়েল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স
ইউক্রেনকে ১০০ রাফায়েল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত : সেনাপ্রধান
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত : সেনাপ্রধান
শেখ হাসিনার রায় নিয়ে ভারতের বিবৃতি
শেখ হাসিনার রায় নিয়ে ভারতের বিবৃতি