জনসংকটে মাদক, সমাধানের রূপরেখা দিলেন হাসান

সমাজ ও পরিবারকে গ্রাস করে নেওয়া মাদকের বিষাক্ত থাবা থেকে মানুষকে সচেতন করতে প্রকাশিত হয়েছে প্রফেসর ড. মো. আশেকুল হাসানের গবেষণাধর্মী গ্রন্থ “মাদকের ভয়াবহতা: ইসলাম কী বলে এবং আমাদের করণীয়”।
বইটিতে মাদকাসক্তির ভয়াবহতা, ইসলামি দৃষ্টিভঙ্গি, মাদকগ্রহণের কুফল, সামাজিক প্রভাব এবং এ থেকে উত্তরণের পথ সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
বর্তমান সময়ে দেশের সম্ভাবনাময় যুব সমাজ যেমন সাহসিকতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তেমনি এর একটি বড় অংশ নেশার ছোবলে দিশেহারা হয়ে পড়ছে, এমন বাস্তবতায় বইটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
লেখকের ভাষায়, মাদক শুধু ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রকে গভীর সংকটে ফেলে দেয়। মাদকাসক্তদের কারণে বাড়ছে ঘরে ঘরে অশান্তি, বিবাহ বিচ্ছেদ, অপরাধ প্রবণতা, চুরি-ছিনতাই, এমনকি খুন-ধর্ষণের মতো অপরাধও।
বইটিতে মাদকের শ্রেণিবিভাগ, মাদক ও ওষুধের মধ্যকার পার্থক্য, মাদকের উৎসভূমি, তামাকের ক্ষতি ও বিভ্রান্তি, প্রচলিত আইনে মাদক সংক্রান্ত শাস্তির বিধানসহ বিস্তৃত আলোচনা করা হয়েছে। ইসলাম ধর্মে মাদকের অবস্থান ও নিষেধাজ্ঞা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা থাকায় পাঠকের জন্য এটি হবে যথার্থ দিকনির্দেশনা।
লেখক প্রফেসর ড. আশেকুল হাসান টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার পারখী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সরকারি সা’দত কলেজ, করটিয়ার ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপনা, গবেষণা ও লেখালেখির পাশাপাশি তিনি সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
লেখকের মতে, সমাজজুড়ে বাড়তে থাকা অপরাধ, পরিবারের অশান্তি, বিবাহ বিচ্ছেদ, সন্তান অবহেলা, শারীরিক-মানসিক অবক্ষয়, এসব কিছুর বড় কারণ মাদক। বইটি পাঠ করলে মাদক সম্পর্কে স্পষ্ট ধারণা জন্মাবে এবং মানুষ মাদকের কুফল সম্পর্কে সচেতন হয়ে দূরে থাকতে উৎসাহিত হবে।
মাদক যে সুখ নয়, ধ্বংসের পথ এ বার্তাই ফুটে উঠেছে বইটির প্রতিটি পাতায়। সচেতন নাগরিক সমাজ গঠনে বইটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন পাঠক ও সংশ্লিষ্ট মহল।
ভিওডি বাংলা/ এমএইচ






