সারিয়াকান্দিতে ৮ ও ৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণা

সারিয়াকান্দি পৌরসভার ৮ ও ৬ নং ওয়ার্ডে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে বিজয়ী করতে চলেছে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) দিনব্যাপী এ প্রচারণা পরিচালনা করেন সারিয়াকান্দি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুফলসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বিভিন্ন মহল্লা, বাড়ি এবং স্থানীয় বাজারে গিয়ে মা-বোনসহ সর্বস্তরের ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি উন্নয়ন, সেবা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরে আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
নেতাকর্মীরা বলেন, “এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ও গণমানুষের প্রত্যাশা পূরণে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি।” তারা আরও জানান, এলাকার শান্তি, সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই কাজী রফিকুল ইসলামকে বিজয়ী করা জরুরি।
প্রচারণার কারণে দুই ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণ প্রচারণাকে আরও প্রাণবন্ত ও গতিময় করেছে।
নেতাকর্মী ও সমর্থকরা আশাবাদী—জনগণের আস্থাকে পুঁজি করে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে বিজয় অর্জন করবেন।
ভিওডি বাংলা/ এমএইচ






