• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দৌলতপুরে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৯ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সোনালী আশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ" এই প্রতিপাদ্যে কুষ্টিয়া দৌলতপুরে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ/২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে‌। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর দৌলতপুর শাখার আয়োজনে।  উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায়  পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠানে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে, সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ বেলাল হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন ,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন ,কুষ্টিয়া জেলার  উপ-পরিচালক মোঃ শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন,উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ বি এম কামাল আহমেদ,উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস কাম কম্পিউটার সাদিয়া আফরিন মুন্নী প্রমুখ।

প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে ৭৫জন পাটচাষী অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক কৃষককে একটি করে পাটের ব্যাগ ও ৫০০ করে টাকা এবং একটি কলম ও একটি প্যাড দেয়া হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে ৮ ও ৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণা
সারিয়াকান্দিতে ৮ ও ৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণা
জনসংকটে মাদক, সমাধানের রূপরেখা দিলেন হাসান
জনসংকটে মাদক, সমাধানের রূপরেখা দিলেন হাসান
আমরণ অনশনে যাচ্ছে ময়মনসিংহের নটরডেম কলেজের বহিষ্কৃত ৭ শিক্ষক
আমরণ অনশনে যাচ্ছে ময়মনসিংহের নটরডেম কলেজের বহিষ্কৃত ৭ শিক্ষক