• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিস ইউনিভার্স ২০২৫:

বিজয়ীরা পাবেন ৬৭ কোটি টাকার মুকুট ও স্বপ্নের জীবন

বিনোদন ডেস্ক    ১৯ নভেম্বর ২০২৫, ১২:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে 'মিস ইউনিভার্স'-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফাইনাল। এর মধ্যেই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগীদের নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এ আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এর মধ্যেই সব প্রতিযোগীকে নিয়ে নানা ধরনের কার্যক্রমের বাছাই প্রক্রিয়া শুরু করেছে আয়োজক কর্তৃপক্ষ। নানা বিভাগে শুরু হয়েছে ভোটিং। 

‘মিস ইউনিভার্স’ বিজয়ী মুকুট ‘ফোর্স অব গুড’ পাবেন, যা ১১০ ক্যারেট নীলকান্তমণি এবং ৪৮ ক্যারেট সাদা হীরার সমন্বয়ে তৈরি। মুকুটের মূল্য প্রায় ৫.৭৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি টাকা। এক বছরের জন্য মুকুটটি বিজয়ীর দখলে থাকে; স্থায়ী স্মৃতি হিসেবে একটি ১৫-২০ হাজার ডলারের রেপ্লিকা দেওয়া হয়।

বিজয়ীর জন্য এক বছরের স্বপ্নের জীবনযাত্রা নিশ্চিত করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এতে রয়েছে:

নগদ পুরস্কার: প্রাথমিকভাবে $২৫০,০০০ (বাংলাদেশি মুদ্রায় তিন কোটি টাকার বেশি)

লাক্সারি অ্যাপার্টমেন্ট: নিউইয়র্ক সিটিতে এক বছরের জন্য আবাসন ও অফিস সুবিধা

ব্যক্তিগত জেট ও বিশ্ব ভ্রমণ: পাঁচতারকা হোটেল, খাবার ও সব আয়োজনের ব্যবস্থা, তবে প্রতিটি সফরে দাতব্য কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক

মুকুট জয়ী হওয়ার পর পুরো বছর এই সব খরচ বহন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এছাড়া, বিজয়ী আন্তর্জাতিক মিডিয়া কাভারেজ এবং দাতব্য কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পান।

উল্লেখ্য, ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয় করা মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। দেশের পতাকা নিয়ে মুকুট জয়ের প্রত্যাশায় একের পর এক ধাপ উতরে যাচ্ছেন তিনি। প্রত্যাশা রয়েছে মুকুট জয়ের।

এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরীন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার এই অর্জন দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করতে চলেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুজবের নীরবতা ভাঙলেন আফতাব শিবদাসানি
গুজবের নীরবতা ভাঙলেন আফতাব শিবদাসানি
অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: মেহজাবীন চৌধুরী
অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: মেহজাবীন চৌধুরী
মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা