• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীর মাঝি-মাল্লাসহ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৯ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ভারতীয় কোস্টগার্ড বাঁশখালী- কক্সবাজারের ২৬ জেলে-মাঝিসহ একটি মাছ ধরার ফিশিং ট্রলার ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার রাতে বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকা থেকে বঙ্গোপসাগরে রওনা দিলে ঘন কুয়াশায় ফিশিং ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলীয় এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকার এফ বি মায়ের দোয়া ফিশিং ট্রলারের মালিক জাহাঙ্গীর আলম।  

ভারতের আটক জেলেরা হলেন বাঁশখালী শীলকূপ এলাকার- মোঃ আলী চাঁন, মোঃ জিয়াউল হক, মোঃ ইউসুফ, মোঃ জোবাইর, ওসমান গণি। কক্সবাজার জেলার কুতুবদিয়া এলাকার রেজাউল করিম, আবু তাহের, ছরওয়ার হোসেন, মোঃ মিরাজ উদ্দীন, মামুনুর রশীদ, ছৈয়দ নূর, শওকত আলম, মোঃ ইলিয়াস, মোঃ মারুফুল ইসলাম, মোঃ ফারুক, মোঃ একরাম, নূর মোহাম্মদ। মহেশখালী এলাকার- আজিজুর রহমান, মোজাম্মেল হক। পেকুয়া এলাকার মোহাম্মদ আজিজ, লক্ষ্মীপুরের কমলনগর এলাকার- মোঃ হাসান, ফিশিং ট্রালার থাকা আরও ৫ জনের নাম জানা যায়নি। 

শেখেরখীল ফিশিং ট্রালার মালিক সমিতির সূত্র জানা যায় গত ১৪ নভেম্বর শুক্রবার সকালে  চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল ফারির মুখ এলাকা থেকে ট্রলারটি যাত্রা করে। ১৫ নভেম্বর শনিবার রাতে ২৬ মাঝি- মাল্লাসহ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটকের বিষয়টি জানতে পারে তাদের পরিবার সদস্যরা।  

আটকৃত মাঝি মাল্লা পরিবার সূত্রে জানা যায় আটককৃতরা বর্তমানে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা ফ্রেজারগঞ্জ থানা হেফাজতে রয়েছেন।

ট্রলারটির মালিক জাহাঙ্গীর আলম জানান, মাঝি-মাল্লাসহ ২৬ জন মাঝি- মাল্লাকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। এ বিষয়ে লিখিতভাবে সদরঘাট নৌ থানাকে অবহিত করা হয়েছে। 

এ বিষয়ে চট্টগ্রাম সদরঘাট নৌ থানার (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি থানায় একটি  অবহিতকরন ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে ৮ ও ৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণা
সারিয়াকান্দিতে ৮ ও ৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণা
জনসংকটে মাদক, সমাধানের রূপরেখা দিলেন হাসান
জনসংকটে মাদক, সমাধানের রূপরেখা দিলেন হাসান
আমরণ অনশনে যাচ্ছে ময়মনসিংহের নটরডেম কলেজের বহিষ্কৃত ৭ শিক্ষক
আমরণ অনশনে যাচ্ছে ময়মনসিংহের নটরডেম কলেজের বহিষ্কৃত ৭ শিক্ষক