• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ মুজিব দেশকে ভারত বানিয়েছিল: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০১:১৪ পি.এম.
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি: ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী মেজর জলিল। তার অপরাধ তিনি হিন্দুস্তানের লুটেরা সেনাবাহিনীকে বাংলার সম্পদ লুটপাটে বাধা প্রদান করেছিলেন। সদ্য স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডারকে গ্রেফতার করতে তৎকালীন মুজিব সরকারকে দ্বিধা করতে হয় নাই কারণ শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। শেখ মুজিব দেশকে পাকিস্তানের বদলে ভারত বানিয়েছিল।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে মেজর এম এ জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন। 

রাশেদ প্রধান বলেন, মুক্তিযুদ্ধের সকল সেক্টর কমান্ডারকে বীর উত্তম খেতাব প্রদান করা হয়েছে একমাত্র মেজর জলিল ব্যতীত। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় মুজিব সরকার মেজর জলিলকে বঞ্চিত করেছিলো। দুঃখের বিষয় আরেক সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেও মেজর জলিলকে প্রাপ্য সম্মান বুঝিয়ে দেয় নাই। হুসেইন মো: এরশাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এমনকি অন্তর্বর্তী সরকার, কেউ মেজর জলিলকে তার প্রাপ্য সম্মান দেয় নাই। 

জাগপা মুখপাত্র বলেন, মেজর জলিলের প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের ধারণ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে কবর দিতে হবে। আগামীতে কেউ হিন্দুস্তানের গোলামী করতে চাইলে তাঁকে রুখে দিতে হবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি মনোয়ার হোসেন, ঢাকা মহানগর যুগ্ন আহ্বায়ক মো: সাজু মিয়া প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গত দেড় বছরে জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি: ডা. শফিকুর
গত দেড় বছরে জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি: ডা. শফিকুর
বর্তমান অস্থির সময় মওদুদ আহমদ'র শূন্যতা অনুভব করছেন মির্জা ফখরুল
বর্তমান অস্থির সময় মওদুদ আহমদ'র শূন্যতা অনুভব করছেন মির্জা ফখরুল
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান-উৎসব হবে না
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান-উৎসব হবে না