• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনার মৃত্যুদণ্ড জনগণের ইচ্ছার প্রতিফলন: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০১:২৩ পি.এম.
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন-ছবি সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে দেশের জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়েছে।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি বলেন, “কোনো বিচারের আগে শর্ত থাকলে সেই বিচারকে প্রশ্নবিদ্ধ করা হয়। নির্দিষ্ট সময় বা শর্ত দিয়ে বিচারকে আটকে রাখার চেষ্টা ভালো ফল দেয় না।”

রুমিন ফারহানা আরও উল্লেখ করেন, দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার সংস্থাগুলোর নানা মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, “ডেভিড বার্গম্যানও তার লেখা আর্টিকেলে বলেছেন, প্রসিকিউশনের হাতে শক্ত প্রমাণ ছিল।”

তিনি আরও বলেন, ‘নির্বাচন ঘিরে বিচারের দৃশ্যমানতাই একমাত্র শর্ত নয়। আমরা দেখলাম বিচারের দৃশ্যমানতার পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন, গণভোট আগে হওয়া। এ রকম নানান রকম শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
 
কেবলমাত্র আওয়ামী লীগ নয় জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের শর্ত দেওয়া হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ডের শর্ত এসেছে। এসব দাবি মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হলে জামায়াতসহ যারা এই দাবিটা তুলেছে তারা নির্বাচনে আসবে কি না এটা একটা বড় প্রশ্ন।’ নির্বাচন বাধাগ্রস্ত হলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গত দেড় বছরে জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি: ডা. শফিকুর
গত দেড় বছরে জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি: ডা. শফিকুর
বর্তমান অস্থির সময় মওদুদ আহমদ'র শূন্যতা অনুভব করছেন মির্জা ফখরুল
বর্তমান অস্থির সময় মওদুদ আহমদ'র শূন্যতা অনুভব করছেন মির্জা ফখরুল
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান-উৎসব হবে না
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান-উৎসব হবে না