‘শিবির’ মন্তব্যে দুঃখপ্রকাশ এডিসির মাসুদ আলমের

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুদ আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার জবাব দিয়েছেন তিনি নিজেই।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এডিসি মাসুদ আলম পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, ১৮ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে প্রায় ৫০ জন যুবক বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় প্রবেশের চেষ্টা করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত হন। কিন্তু বুলডোজার দিয়ে ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা শুরু হওয়ায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তাদের সরিয়ে দেন।
এডিসি মাসুদ আলম তার ‘শিবির’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিয়ে বলেন, “সিনিয়র কর্মকর্তাকে পরিস্থিতি জানাতে গিয়ে আমি বলেছিলাম, ‘স্যার, এরা তো শিবির’। এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ঘটনাস্থলের পরিস্থিতি বোঝাতে বলেছিলাম। কথোপকথনের মধ্যবর্তী অংশ উদ্দেশ্যমূলকভাবে কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।”
তিনি আহত এক তরুণকে রিকশায় তুলে বাসায় পাঠানোর ঘটনাটিও বর্ণনা করেন। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় ভুলবশত পুলিশ সদস্যরা একজন নিরীহ ছেলেকে পিটিয়ে ফেললে তিনি ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। ছেলেটি নিজেকে ঢাকা কলেজের ছাত্র পরিচয় দিলে তিনি তাকে রিকশায় তুলে ভাড়া দেন।
এডিসি মাসুদ আলম সমালোচনার প্রসঙ্গে বলেন, “আমি সাধারণ মানুষ এবং আন্তরিকভাবে দায়িত্ব পালন করি। ভুল হলে সংশোধনযোগ্য, আমি ফেরেশতা নই। কেউ ভুল বুঝে থাকলে আমি দুঃখিত।”
ভিওডি বাংলা/জা







