নয়াপল্টনে মতিউর রহমান তালুকদারের জানাজা অনুষ্ঠিত

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার দলটির নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা-৩ আসনের সাবেক সাংসদ মরহুম মতিউর রহমান তালুকদারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ১৪০–১৫০ জন এতে অংশ নেন।
জানাজায় অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কাজী তৌহিদ হোসেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ভূঁইয়া এবং ঢাকা মহানগর উত্তর ওলামা দলের সদস্য সচিব মাওলানা সাইফুল হকসহ আরও অনেকে।
মতিউর রহমান তালুকদার এভার কেয়ার হাসপাতালে স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তাঁর মৃত্যুতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভিওডি বাংলা/ এমএইচ







