সুর না থাকলে শিল্পী হওয়া উচিত নয়: রুনা লায়লা

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা বর্তমান সংগীতপ্রযুক্তির একটি বড় পরিবর্তন-‘অটো টিউন’-নিয়ে খোলামেলা মত জানালেন। তার কথায়, এই প্রযুক্তি শিল্পীর মৌলিক দক্ষতা ও পরিশ্রমকে প্রশ্নের মুখে ফেলছে।
রুনা লায়লা বলেন, ‘অটো টিউন দিয়ে এখন যে কেউ গান গাইতে পারে। সো, এটুকুতেই বোঝা যায়-এটা আমার পছন্দ কি না।’
তিনি জোর দিয়ে বলেন, ‘আমি যদি নিজের সুর ঠিক রাখতে না পারি, তাহলে আমার শিল্পী হওয়াই উচিত না। অটো টিউন যদি সব ঠিক করে দেয়-সুর, ভুল, সমস্যা-তাহলে তো আমি শুধু মুখ খুলে গাইলাম, বাকি কাজ মেশিন করে দিল।’
প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে গানের আসল আবেগ ও স্বতঃস্ফূর্ততা নষ্ট হয়ে যাচ্ছে বলেও আক্ষেপ তার। ‘তাহলে স্পন্টেনিটি থাকে না, ইমোশন থাকে না,’ বলেন এই বরেণ্য শিল্পী।
পুরোনো দিনের সেই কঠোর পরিশ্রমের স্মৃতিও তুলে ধরলেন তিনি- ‘আমরা আগে ফুল মিউজিশিয়ানদের নিয়ে গান করতাম। সন্ধ্যা ছটায় শুরু হলে ভোর ছটা পর্যন্ত চলত। কেউ একবার ভুল করলেই আবার প্রথম থেকে। অনেক সময় ১০১ টেক পর্যন্ত যেতাম।’
তবে বর্তমান পদ্ধতি অনেক সহজ হয়েছে বলেও জানান তিনি। ‘এখন স্টুডিওতে গিয়ে বলি-ট্র্যাক কী? ঠিক আছে, চল-এই!’
ভিওডি বাংলা/জা







