• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিডনিতে সড়ক দুর্ঘটনায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পি.এম.
সমন্বিতা ধর্ষ্বর-ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় নারী সমন্বিতা ধর্ষ্বরের মৃত্যু হয়েছে। তিনি তার দ্বিতীয় সন্তান জন্মের কয়েক সপ্তাহ আগে এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার সময় তিনি তার স্বামী ও তিন বছর বয়সী ছেলের সঙ্গে হাঁটছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে হর্নসবির জর্জ স্ট্রিটের ফুটপাথ পার হওয়ার সময় একটি কিয়া কার্নিভাল গাড়ি পরিবারটিকে রাস্তা দিতে ধীরগতিতে চলে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির একটি বিএমডব্লিউ গাড়ি পেছন থেকে কিয়াকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় কিয়া গাড়িটি সামনে ঠেলে গিয়ে সমন্বিতাকে পার্কিং প্রবেশপথের দেয়ালে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় সমন্বিতাকে দ্রুত ওয়েস্টমেড হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে বা তার অনাগত সন্তানকে বাঁচাতে পারেননি।

বিএমডব্লিউটি চালাচ্ছিলেন ১৯ বছর বয়সী পি-লেটারধারী চালক অ্যারন পাপাজোগলু। তিনি ও কিয়া চালক দু'জনই অক্ষত থাকলেও সমন্বিতার স্বামী ও শিশু ছেলে আহত হয়েছেন কি না-তা নিশ্চিত করেনি পুলিশ।

লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, সমন্বিতা ছিলেন একজন যোগ্য আইটি সিস্টেম অ্যানালিস্ট এবং আলোস্ক ইউনিফর্মসে টেস্ট অ্যানালিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার পর রাতে অ্যারনকে তার ওয়াহরুঙ্গার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ডেঞ্জারাস ড্রাইভিং, নেগলিজেন্ট ড্রাইভিংয়ে মৃত্যু ঘটানো, এবং গর্ভের শিশুর মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে। ম্যাজিস্ট্রেট তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

পুলিশ জানিয়েছে, তিনি সম্ভবত জো’স ল’ অনুযায়ী বিচারিত হবেন-যা ২০২২ সালে নিউ সাউথ ওয়েলসে চালু হয়েছে। এই আইনে গর্ভের শিশুর মৃত্যুর জন্য অতিরিক্ত তিন বছরসহ আরও কঠোর শাস্তির বিধান রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক রাতে পুড়ল ১৭০ ভবন
এক রাতে পুড়ল ১৭০ ভবন
মামদানি ভারতীয়দের ঘৃণা করেন: এরিক ট্রাম্পের অভিযোগ
মামদানি ভারতীয়দের ঘৃণা করেন: এরিক ট্রাম্পের অভিযোগ
ক্লাউডফ্লেয়ার ডাউন: বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়
ক্লাউডফ্লেয়ার ডাউন: বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়