• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালী পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে মারা গেলেন ট্রাক চালক

কুষ্টিয়া প্রতিনিধি    ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালী পৌরসভা সার্ভেয়ার ফিরোজুল ইসলাম এর ঘুষিতে প্রাণ হারিয়েছেন ৫৭ বছর বয়সি একই প্রতিষ্ঠানের ট্রাক চালক শহিদুল ইসলাম । এই ঘটনায় অভিযুক্ত সার্ভেয়ার পালাতক রয়েছে । বুধবার সকাল ১০ টার দিকে পৌরসভার ১০১ নং কক্ষে এই ঘটনা ঘটে। 

নিহত শহিদুল ইসলাম (কুটি) পৌর এলাকার শেরকান্দি এলাকার মৃত - গনজের আলীর ছেলে। সে কুমারখালী পৌরসভার ট্রাক চালক। অন্যদিকে পলাতক পৌর সার্ভেয়ার শেরকান্দি গোহাট এলাকার বাসিন্দা। এই ঘটনায় সার্ভেয়ার ফিরোজুর ইসলামের বাড়িতে হামলা চালিয়েছে নিহতের স্বজনেরা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার সকাল ১০ টার দিকে পৌরসভার বকেয়া বেতনের টাকা নিয়ে দুই জনের মধ্যে কথাকাটাকাটি এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। এই সময় শহিদুল ইসলাম কে পৌরসভার ১০১ নাম্বার কক্ষে আটক করে রাখা হয়। এর কিছুক্ষণ পর শহিদুল ইসলাম মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রকৃত ঘটনা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে বকেয়া বেতন নিয়ে ঘটনার সুত্রপাত। তিনি আরো বলেন, উত্তেজিত জনতা সার্ভেয়ারের বাড়ি ভাঙতে গেলে পুলিশ তা ঠেকিয়ে দিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
বাঁশখালীর মাঝি-মাল্লাসহ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক
বাঁশখালীর মাঝি-মাল্লাসহ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক
কেন্দুয়ার মাসকা ইউনিয়নে সরকারি গাছ কাটার অভিযোগ
কেন্দুয়ার মাসকা ইউনিয়নে সরকারি গাছ কাটার অভিযোগ