• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ফেনী প্রতিনিধি    ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনীর দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সেক্রেটারি ও মেম্বার পদপ্রার্থী হাফেজ পেয়ার আহমেদ তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা ও অসত্য তথ্যের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন করেছেন।

রোববার রাজাপুর দোস্ত মোহাম্মদ দিঘির পাড়, দারুসসুন্নত নেসারিয়া দ্বীনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “সম্মানিত সাংবাদিক ভাইয়েরা ও উপস্থিত সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি হাফেজ পেয়ার আহমেদ, রাজাপুর ৯নং ওয়ার্ড থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার পদপ্রার্থী।”

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি ‘নাছির উদ্দীন মজনু’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও বানোয়াট তথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই আইডি থেকে যাচাই–বাছাই ছাড়া বিভ্রান্তিকর পোস্ট করে তার ব্যক্তিগত মান–সম্মান ক্ষুণ্ন করা, পরিবারের সামাজিক মর্যাদা নষ্ট করা এবং তার রাজনৈতিক অবস্থান দুর্বল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, এসব ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য এলাকার নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ। এ ধরনের মিথ্যা সংবাদ শুধু তাকে নয় তার পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা এবং স্থানীয় রাজনীতির সুস্থ পরিবেশকেও নেতিবাচকভাবে প্রভাবিত করছে। এছাড়া ও তিনি জানান আমরা সব সময় অন্যায়ের বিপক্ষে ছিলাম আছি থাকব কেও যদি প্রমাণ করতে পারে আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। 

অবশেষে তিনি এসব বিভ্রান্তিকর তথ্যে  প্রচার  বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং জনগণকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
বাঁশখালীর মাঝি-মাল্লাসহ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক
বাঁশখালীর মাঝি-মাল্লাসহ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক
কেন্দুয়ার মাসকা ইউনিয়নে সরকারি গাছ কাটার অভিযোগ
কেন্দুয়ার মাসকা ইউনিয়নে সরকারি গাছ কাটার অভিযোগ