• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট-ছবি: সংগৃহীত

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টিকে সমর্থন জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। একই সঙ্গে রিয়াদকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে “গুরুত্বপূর্ণ” মিত্র হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, সাম্প্রতিক ১২ দিনের ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাকালে সৌদি সামরিক সহায়তার ওপর ভরসা করতে পেরেছে ওয়াশিংটন।

তিনি বলেন, “তারা দেখিয়ে দিয়েছে যে তারা এ অঞ্চলের প্রধান সামরিক শক্তি, এবং চাপের মুহূর্তে তারা যুক্তরাষ্ট্রের পাশে শতভাগ ছিল।”

মার্কিন অর্থমন্ত্রীর এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরকারি সফরে ওয়াশিংটনে অবস্থান করছেন।

এদিকে, পারমাণবিক প্রকল্প এবং উন্নত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কেনা-বেচা নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। হোয়াইট হাউস জানিয়েছে, পারমাণবিক শক্তি ক্ষেত্রে সহযোগিতার জন্য দুই দেশ একটি যৌথ ঘোষণায় সই করেছে, যা দীর্ঘমেয়াদি বহু-বিলিয়ন ডলারের প্রকল্প বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করবে। এতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে সৌদি আরবকে উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের অংশ হিসেবে একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন।

ওয়াশিংটন সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “সৌদি আরব আমেরিকার ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখে।”

তথ্যসূত্র: আল আরাবিয়া

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিক্ষোভে নিহত ৬৪৫, গ্রেপ্তার ১০ হাজারের বেশি
ইরানে বিক্ষোভে নিহত ৬৪৫, গ্রেপ্তার ১০ হাজারের বেশি
ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা
ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা
সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: আরাঘচি
ইরানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: আরাঘচি