ব্রাহ্মণবড়িয়ায় এডিপির অর্থায়নে সেবামূলক যন্ত্রপাতি বিতারণ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (এডিপি) ২০২৫-২৬ অর্থ বছরের অর্থায়নে প্রাণী সম্পদক দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া সদর কে বিভিন্ন ঔষধ, সদর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন বিশেষ চাহিদা সম্পন্ন ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস এর আওতাধীন ১১টি ইউনিয়নের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডেলিভারী কার্যক্রমের ঔষধ ও অন্যান্য সামগ্রী বিতরণ এবং সদর উপজেলার ডিজিটাল সেন্টারে প্রজেক্টর ল্যাপটপ ও সাউন্ড বক্স গতকাল সদর উপজেলা নির্বাহী অফিসার অফিস কক্ষে বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোস্তফা কামাল, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ ইমরান ভ‚ইয়া, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল মাহমুদ ভূইয়া,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান শফিক, যুব উন্নয়ন অফিসার মোঃ মোসলেহ উদ্দিন আহমেদ,উপজেলা জনস্বাস্হ্য দপ্তরের সহকারী প্রকৌশলী সামিরা আক্তার রক্সি প্রমুখ।
প্রধান অতিথির সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া বলেন, উপজেলা পরিষদ জনগনের কল্যাণে কাজ করছে। আমরা চাই সরকারী অর্থ সৎ ব্যবহার হউক। তিনি আরো বলেন, আপামর জনগণের চাহিদা মোতাবেক সেবা সরবরাহ নিশ্চিত করনের লক্ষ্যে জাতি গঠনমূলক প্রতিষ্ঠান সমুহের সাথে উপজেলা পরিষদের অংশীদারিত্ব সৃষ্টি করে এবং পরিকল্পিত সেবাই আমাদের কাম্য।
ভিওডি বাংলা/ এমএইচ







