বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কাকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এই সিরিজের শেষ ম্যাচে আউট হওয়ার পর ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেছিলেন বাবর। এমন আচরণের কারণে শাস্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
বাবরকে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আর্থিক জরিমানার পাশাপাশি বাবরের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এবারই প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট পেয়েছেন বাবর।
আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে বাবরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই অনুচ্ছেদ আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের যন্ত্রপাতি বা স্থাপনা নষ্ট করার মতো আচরণের সঙ্গে সম্পর্কিত।
ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে। তখন ৩৪ রান নিয়ে ব্যাটিং করছিলেন বাবর। শ্রীলঙ্কার স্পিনার জেফরি ভান্ডারসের বলে বোল্ড হয়ে যান বাবর। আর তাতেই মেজাজ হারান তিনি। ব্যাট দিয়ে আঘাত করেন স্টাম্পে।
ভিওডি বাংলা/ এমএম






