• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশব্যাপী মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পি.এম.
বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন -ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) ঘোষণা করেছে, দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান আজ থেকে বন্ধ থাকবে।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।

এক স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীকে ডিবি আটক করা ও এনইআইআরের নামে মোবাইল মার্কেট সংকুচিত করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে সারা দেশে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়ে ‘দেশ অচল করে দেওয়ার’ হুমকিও দিয়েছেন।

উল্লেখ্য, গতকাল (১৮ নভেম্বর) দিবাগত রাতে ওই ব্যবসায়ী গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তার স্ত্রী দাবি করেন, গতরাত (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় ডিবি সদস্যরা তার স্বামীর মোবাইল ফোনটিও জব্দ করে বলে জানান তিনি।

এদিকে, অন্তর্বর্তী সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পরিকল্পনা করছে, যা চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি বা অননুমোদিত ফোনের ব্যবহার বন্ধ হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা
নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা
সাইফুজ্জামান-জাবেদসহ স্বার্থ সংশ্লিষ্টদের ৬০ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
সাইফুজ্জামান-জাবেদসহ স্বার্থ সংশ্লিষ্টদের ৬০ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
‘শিবির’ মন্তব্যে দুঃখপ্রকাশ এডিসির মাসুদ আলমের
‘শিবির’ মন্তব্যে দুঃখপ্রকাশ এডিসির মাসুদ আলমের