• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপজেলার ৮ টি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন নির্বাহী অফিসার (ইউএনও) রেহনুমা তারান্নুম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো:  মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো: সিরাজুদ্দৌলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান,  নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমূখ।
  
বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আশা করি এই বাইসাইকেল তোমাদের বিদ্যালয়ে যাতায়াতে সহায়ক হবে। তোমরা সবাই মনোযোগ সহকারে পড়াশুনা করবে। তোমরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তিনি আরও বলেন পড়াশুনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়েতে নেওয়ার প্রলোভনে নিঃস্ব ৫ দিনমজুর
কুয়েতে নেওয়ার প্রলোভনে নিঃস্ব ৫ দিনমজুর
গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন
স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু