• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধূমপান বিষপান

লায়ন মোঃ গনি মিয়া বাবুল    ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
লায়ন মোঃ গনি মিয়া বাবুল । ছবি: ভিওডি বাংলা

ধূমপান বিষপান 
ধীরে ধীরে যায় জান, 
এ নেশায় নাশ প্রাণ 
লয় করে জয় গান।
 
ধূমপান করে যারা 
তিল তিল করে তারা, 
জান থাকতে যায় মারা 
ধন সম্পদ সব হারা। 

রেখে সব হাতে হাত
 এসো লড়ি দিন রাত, 
উল্টাতে  ধারাপাত 
ভাঙ্গি যত বিষ দাঁত। 

লেখক পরিচিতি: 
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি,কলাম লেখক, 


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুনতারা'র '২০০ শ তম' সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
নতুনতারা'র '২০০ শ তম' সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
হেমন্ত
হেমন্ত
জীবন ও দুঃখ: কাজী ইমদাদুল
জীবন ও দুঃখ: কাজী ইমদাদুল