৮ দলের নতুন কর্মসূচি: বিভাগীয় শহরে সমাবেশ

আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবির পক্ষে আগামী সাত দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ইসলামী ৮টি দল। দেশের সাতটি বিভাগে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এসব দল সমাবেশ করার পরিকল্পনা করেছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।
তিনি বলেন, “নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যাবশ্যক।”
গণভোটে হ্যাঁ বিজয়ী করার লক্ষ্যে আট দল প্রচারণা চালাবে উল্লেখ করে তিনি জানান, “আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত দেশের সব বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হবে।”
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “বিগত সময়ে যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছে, তা বিচার করতে এক-দুজনের ফাঁসির রায় যথেষ্ট নয়।
আট দলের মধ্যে সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়া হবে। অন্য দলের জন্যও অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রয়েছে।”
ভিওডি বাংলা/ এমএম





