• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংস্কার ইস্যুতে উপদেষ্টামণ্ডলী ও আমলাদের নিরুৎসাহ ছিল: ড. দেবপ্রিয়

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পি.এম.
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি-সংগৃহীত

‘সংস্কার কার্যক্রমে উপদেষ্টামণ্ডলী ও আমলাদের মধ্যে নিরুৎসাহ ছিল’ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর হোটেল গ্রান্ড পার্ক মিলনায়তনে নাগরিক প্লাটফর্মের উদ্যোগে আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় এই মন্তব্য করেন তিনি। 

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উৎসাহী ছিলেন। কিন্তু তার উপদেষ্টামণ্ডলী ও আমলাদের মধ্যে নিরুৎসাহ দেখা গেছে। বাকি সংস্কার সম্পন্ন করতে হলে নাগরিক সমাজকেই চাপ প্রয়োগ করে নির্বাচনের ইশতেহারে অন্তর্ভুক্ত করতে হবে। 

তিনি বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। চলমান সময়ে দেশবাসী সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং মর্যাদাপূণ নির্বাচন চায়। নির্বাচন নিয়ে জনগণেরের মাঝে শঙ্কা আছে। সেই শঙ্কা দূর করতে সরকার ও নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।

বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারাসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনরা আলোচনাসভায় অংশ নেন। অনলাইন ভোটিংয়ে লিখিতসহ, তাদের বক্তব্যে নানা অভিযোগ তুলে ধরেন বক্তারা। নাগরিক সমাজের বক্তব্যে উঠে আসে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নিরাপত্তাহীনতা এবং মৌলিক সংস্কার ও সুশাসন নিশ্চিতে সরকারকে কাজ করার তাগিদ। 

দেশের সাতটি বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ জেলা সদরেও এই নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা করছে প্রতিষ্ঠানটি।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শুটার জনি’র সঙ্গে ৩০ হাজার টাকায় চুক্তি হয়: র‌্যাব
‘শুটার জনি’র সঙ্গে ৩০ হাজার টাকায় চুক্তি হয়: র‌্যাব
দেশব্যাপী মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
দেশব্যাপী মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
নারীদেরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে পারব না: ধর্ম উপদেষ্টা
নারীদেরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে পারব না: ধর্ম উপদেষ্টা