টপ নিউজ
থেমে থেমে বিস্ফোরণের শব্দ
রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৫, ১০:২৪ পি.এম.

ছবি: সংগৃহীত
রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০ টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের কাছাকাছি একটি স্থানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন লাগার পর বাসটি থেকে একাধীক বিস্ফোরণের শব্দ হয়েছে। তারা জানান, জনমনে আতঙ্ক ছড়াতে কেউ বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত একজন পুলিশ সদস্য বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করছে।
ভিওডি বাংলা/ এমএম





